চট্টগ্রাম স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বসানো হলেও আড়াই মাসেও সচল হয়নি, যাত্রীদের মধ্যে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন স্থাপন করা হলেও গত আড়াই মাস ধরে তা চালু হয়নি। যাত্রীরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ তিনটি রেলওয়ে স্টেশন—ঢাকা (কমলাপুর), চট্টগ্রাম ও কক্সবাজার—এ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই মেশিন বসানো হলেও এর সুফল পাওয়া যাচ্ছে না।
গত জুন মাসে তিনটি স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়। কক্সবাজার স্টেশনের মেশিনটি বর্তমানে চালু থাকলেও চট্টগ্রাম ও ঢাকা কমলাপুর স্টেশনে এখনও কার্যক্রম শুরু হয়নি।
চট্টগ্রাম স্টেশনের একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ জুলাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে স্থাপিত লাগেজ স্ক্যানার মেশিনের অপারেশন ম্যানুয়াল এবং পরিচালনার বিষয়ে স্টেশন কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের একদিনের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে পরবর্তী প্রশিক্ষণ এখনও সম্পন্ন হয়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা (ইন্সপেক্টর) আমান উল্লাহ আমান জানান, “প্রশিক্ষণ সম্পন্ন হলে মেশিনটি চালু করা যেত। সরবরাহকারী প্রতিষ্ঠান একদিন এসে প্রশিক্ষণ দিয়ে গেছে। পরবর্তীতে আবার আসার কথা থাকলেও তারা এখনও আসেনি।”
স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, “মেশিনটি যে স্থানে স্থাপন করা হয়েছে, সেখানে সেফটি ব্যারিকেড তৈরি করা হবে। আনুষ্ঠানিকভাবে এখনও মেশিনটি চালু করা যায়নি।”
অন্যদিকে, কক্সবাজার রেলওয়ে স্টেশনের ম্যানেজার গোলাম রাব্বানী বলেন, “আমাদের স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বর্তমানে চালু রয়েছে। কয়েকদিন বন্ধ থাকলেও এখন এটি পুরোদমে চলছে।”
রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ, রেলপথে মাদক ও চোরাচালান রোধ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই মেশিনগুলো স্থাপন করা হয়েছে। এগুলো মূলত অবৈধ মালামাল, বিশেষ করে মাদক পরিবহন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।



