বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তুরাগে উঠান বৈঠক ও বৃক্ষরোপণ

দলের জন্য কাজ করে জনপ্রিয় হতে হবে, পোস্টার-ফেস্টুন দিয়ে নয়: মোস্তাফিজুর রহমান সেগুন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি এক উঠান বৈঠকের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেলে তুরাগের দলিপাড়া এ. এম. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৫২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আলোচনা সভা শেষে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।
নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুলের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কফিল উদ্দিন ও আব্দুল হাকিম, দক্ষিণখান থানা তাঁতী দলের আহ্বায়ক নয়নরাজ, সদস্য সচিব ওমর সানি, উত্তরা পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক কবিদুল ইসলাম, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না এবং ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও বিএনপি নেতা আলাল হোসেন, আজহার আলী আজা, এনামুল হক রানা, মাইনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায়ে বার্তা পৌঁছানোর আহ্বান
প্রধান অতিথির ভাষণে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, “যারা দলের আদর্শকে ধারণ করে রাজনীতি করে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। কোনো ব্যক্তির ওপর নির্ভর করে বা ব্যক্তিগত প্রচারণামূলক রাজনীতি করে দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, “শুধুমাত্র পোস্টার বা ফেস্টুন দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। প্রকৃত জনপ্রিয়তা পেতে হলে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।”
তিনি নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার এবং এর বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেন।
বৃক্ষরোপণ কর্মসূচি
উঠান বৈঠকের আলোচনা সভা শেষ হওয়ার পর পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ. এম. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



