অপরাধএক্সক্লুসিভজাতীয়প্রশাসন

ছাতকে ৫ বছরের শিশু অপহরণ: ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সিলেট থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ থেকে অপহৃত শিশুটিকে সিলেটের গোটাটিকর থেকে উদ্ধার করে ছাতক থানা পুলিশ।

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের ছাতক থেকে নোহা গাড়িসহ অপহৃত পাঁচ বছর বয়সী এক শিশুকে মাত্র ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত মূল অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের এই দ্রুত সফলতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

যেভাবে ঘটে অপহরণ

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ এপ্রিল, ২০২১) সকাল ১০টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে একটি নোহা মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো-চ-৫৩-১২১৫) পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই অভিযানে নামে পুলিশ।

পুলিশের তড়িৎ অভিযান

শিশু অপহরণের খবর পাওয়ামাত্র সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) এবং ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে।

ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান (পিপিএম) এবং এসআই মুহিন উদ্দিনসহ পুলিশের দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপর টানা ৬ ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার গোটাটিকর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অপহরণকারী গ্রেপ্তার

ঘটনাস্থল থেকে অপহরণকারী রুকন আহমদকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। সে ছাতক উপজেলার গৌরীপুর গ্রামের কুটি মিয়ার ছেলে। তবে বর্তমানে সে সিলেটের গোটাটিকর এলাকায় আলাউদ্দিন মিয়ার বাসায় ভাড়া থাকতো বলে পুলিশ জানিয়েছে।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই অপহরণের পেছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button