সাতকানিয়ায় বিস্ফোরক আইনের মামলায় ২ আসামি গ্রেফতার
চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে কেওচিয়া ও ঢেমশা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক ও ফৌজদারি আইনে একাধিক ধারায় মামলা রয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. মোরশেদ আলম দুলু (৪৮) এবং ইয়ামিনুর রহমান ইমন (৩৪)। তাদের বিরুদ্ধে বিস্ফোরক পদার্থ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট, ২০২৫) সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে কেওচিয়া ও ঢেমশা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে আসামিদের অবস্থানের খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল সঙ্গীয় ফোর্স নিয়ে কেওচিয়া ও ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকা থেকে মো. মোরশেদ আলম দুলু এবং এওচিয়া ইউনিয়নের পন্ডিতবাড়ী থেকে ইয়ামিনুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়।
একাধিক ধারায় মামলা
সাতকানিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা থানার এফআইআর নং-২১/২০২৪ এর এজাহারভুক্ত। তাদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৬ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গা), ১৪৮ (দাঙ্গায় মারাত্মক অস্ত্র ব্যবহার), ৩২৩ (সাধারণ আঘাত), ৩২৪ (মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত), ৩২৬ (গুরুতর জখম), ৩০৭ (হত্যার চেষ্টা), ৪২৭ (ক্ষতিসাধন), ৪৩৬ (বাড়িঘরে অগ্নিসংযোগ) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



