সাতকানিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: চোলাই মদসহ নারীসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সান্টু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখে সাতকানিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
১. এসআই (নিঃ) মো. উত্তম কুমার রাজবংশী ও তার দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনেরো) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ খুরশিদা বেগমকে (৪০) গ্রেপ্তার করেন। তার পিতার নাম মো. হায়দার আলী ও স্বামীর নাম মো. সুলতান, সাং- সমিতি বাজার, কক্সবাজার পৌরসভা। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-১৬, তারিখ: ২৫/০৮/২০২৫) দায়ের করা হয়েছে।
২. এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশী ও তার দল মো. জালাল মিয়াকে (৩১) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক গ্রেপ্তার করেন। তার পিতার নাম মো. চাঁন মিয়া, সাং- মালাঙ্গা, কানাইপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
৩. এএসআই (নিঃ) মো. আব্দুল মতিন ও তার দল ধর্মপুর চাঁদের পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি শহীদকে (২৫) গ্রেপ্তার করেন। সে সাতকানিয়া থানার একটি মাদক মামলার (মামলা নং-১৪(৯)১৯) আসামি। তার পিতার নাম মোস্তাক আহমদ, সাং- ধর্মপুর চাঁদের পাড়া, থানা- সাতকানিয়া।
৪. এএসআই (নিঃ) মো. ইকবাল হোসেন ও তার দল মরফলা নবীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নন-এফআইআর মামলার (নন-এফআইআর নং-৬/২৫, ধারা-৫০৬ দণ্ডবিধি) পরোয়ানাভুক্ত আসামি আবু শামা (২৭) এবং আবুল হাশেমকে (৩২) গ্রেপ্তার করেন। তাদের উভয়ের পিতার নাম কবির আহামদ, সাং- মরফলা নবীর পাড়া, থানা- সাতকানিয়া।



