
এম এ মান্নান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে জনগণের ভাবনা জানতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫১ নম্বর ওয়ার্ড ও ১১ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের ভয়াবহ দুরবস্থা, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সমাজে কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অব্যবস্থাপনা ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে হবে।” তিনি আরও বলেন, “উত্তরার সেক্টর কল্যাণ সমিতিসহ স্থানীয় জনগণের সকল সমস্যা বিএনপি সরকার ক্ষমতায় গেলে সমাধান করা হবে, ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মো. সোলেমান হাসান, মো. আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, কামাল পাশা, আনোয়ার ডালি, মোহাম্মদ হান্নান মিয়া, লিটন প্রধান, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



