অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক: মেয়র ডা. শাহাদাত

এম এ মান্নান : হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর স্থায়ীকরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চট্টগ্রামে প্রথমবারের মতো চার বছর মেয়াদী হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে অস্থায়ীভাবে কর্মরত মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিয়োগবিধি ও জাতীয় বেতনস্কেল-২০০৬ অনুযায়ী স্থায়ীকরণ করা হয়েছে।

বুধবার এ উপলক্ষে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের অধীনে ১৯৯৬ সাল থেকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু হলেও প্রায় ৩০ বছর পর আজ এখানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থায়ী হওয়ার সুযোগ পেলেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

মেয়র জানান, সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো এই প্রতিষ্ঠানে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্স চালু করা। তিনি বলেন, বাংলাদেশে মাত্র দুটি স্থানে বিএইচএমএস কোর্স চালু আছে। চট্টগ্রামে এটি চালু হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হবে। ইতিমধ্যে এখানে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। তবে আমরা আশা করছি অচিরেই বিএইচএমএস কোর্সও চালু হবে। আজকের স্থায়ীকরণ প্রক্রিয়া এ উদ্যোগকে এক ধাপ এগিয়ে নিল। চট্টগ্রামে গবেষণা ও রিসার্চ কার্যক্রমের মাধ্যমে হোমিওপ্যাথিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ থেকে দক্ষ চিকিৎসক তৈরি হয়ে ভবিষ্যতে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের স্বাস্থ্যখাতকে সমৃদ্ধ করবে।

সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, কলেজের অধ্যক্ষ ডা. এমএইচআর রেজাউল করিমসহ কলেজের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button