অন্যান্য

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

অপরাধ বিচিত্রা ডেক্স : আজ ৩০ আগষ্ট শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ডাকসুর সাবেক ভিপি নুরের উপর হামলা, সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী তালেবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কমরেড শাহীন আহমেদ, কমরেড তারেক ইসলাম বিডি,কমরেড সামশুল হক সরকার,দপ্তর সম্পাদক কমরেড মনির হোসেন নারী নেত্রী কমরেড এলিজা রহমান প্রমুখ।

বক্তব্য নেতৃবৃন্দ বলেন, গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই, এ হামলার দায় ইন্টেরিম সরকারকেই নিতে হবে। কোন ভাবেই এই দায় এড়াতে পারেননা। এই হামলার পরে রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা হুমকির মুখে পরেছে।

সভাপতির বক্তব্য কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, এক বছর হলো ডঃ ইউনুস এর ইন্টেরিম সরকারের ক্ষমতা গ্রহন, এখনো সারাদেশে মব সন্ত্রাস চলছে জনগনের জানমালের নিরাপত্তা নেই , সারাদেশে চাঁদাবাজি চলছে বিশৃঙ্খলা ঘুষ দুর্নীতি লুটপাট অরাজকতা চলছে। সরকার ব্যর্থ। সরকারের উচিৎ ছিলো দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া  অথবা পদত্যাগ করা।  স্বাধীনতা বিরোধী চক্র দেশি বিদেশি চক্র আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব পল্টন মোড়ে ঘুরে তোপখানা রোডে পার্টি অফিসের সামনে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button