অপরাধএক্সক্লুসিভজাতীয়বাংলাদেশ

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি-মাদক ব্যবসা? আবুল খায়েরের বিরুদ্ধে অনুসন্ধানে নামলো দুদক

এম শাহীন আলম: সাপ্তাহিক ‘অপরাধ বিচিত্রা’ পত্রিকায় কুমিল্লার দেবীদ্বারের আবুল খায়েরের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি আমলে নিয়েছে। আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও আরটিভিতে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও মাদক ব্যবসার মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

গত ৭ মে, বুধবার, দুদকের অনুসন্ধান ও তদন্ত-৫ বিভাগের উপপরিচালক ওমর ফারুকের স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আবুল খায়ের দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

দুদক সূত্রে জানা যায়, কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে (স্মারক নং- ০০.০১.১৯০০.৬২৫.০১.২৩৫.২৫/কুমিল্লা/২৮২৮৯) অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে এটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রমের সূত্র হিসেবে দুদকের স্বতন্ত্র অনুসন্ধান সেলের একটি স্মারক (নং-০০.০১.০০০০.৫০৩.২৬.১৩১.২৫-৯৮৫) এবং প্রধান কার্যালয়ের একটি ই/আর নম্বর (মণ/তদন্ত-২/২৩৫/২০২৫/কুমিল্লা) উল্লেখ করা হয়েছে।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়কে পাঠানো ওই চিঠিতে অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের অনুসন্ধান ও তদন্ত-৫ বিভাগের উপপরিচালক ওমর ফারুক জানিয়েছেন, “অভিযোগটি প্রাথমিকভাবে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button