অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামবাংলাদেশ

সন্দ্বীপের আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফ দীর্ঘ ১০ বছর পর সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: র‍্যাব-৭, চট্টগ্রাম, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার একটি হত্যা মামলার (মামলা নং-০১(৮)১৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি আশরাফ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় আত্মগোপন করে আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, সোমবার, আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটে র‍্যাব-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন শুকলাল হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি আশরাফ (৩৫), পিতা- আব্দুল মোতালেব ওরফে মানিক, গ্রাম- মগধরা, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button