অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগপরিবেশ

বাসা থেকে বর্জ্য নিতে ৭০ টাকার বেশি নয়: চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

এম এ মান্নান : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাসা থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ৭০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত হারের বাইরে টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

রোববার (তারিখ) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত সমন্বয় সভায় মেয়র এ নির্দেশনা দেন। সভায় মেয়র বলেন, নগরবাসীর জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। তাই নির্ধারিত নিয়ম ভঙ্গ করে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের কাছ থেকে বর্জ্য অপসারণে নির্ধারিত ৭০ টাকার বেশি নিলে তা অসাধুতা হিসেবে গণ্য হবে। নগরবাসীর স্বার্থে আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না।”

সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button