স্বস্তি, তবে সামান্য! এলপিজির দাম কমল মাত্র ৩ টাকা
সেপ্টেম্বরের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১,২৭০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কমেছে অটোগ্যাসের দামও।
অপরাধ বিচিত্রা ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও কমানো হয়েছে। তবে এবারের স্বস্তি খুবই সামান্য। সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
এলপিজির নতুন দর
বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম কমল মাত্র ৩ টাকা।
এর আগে গত আগস্ট মাসে ভোক্তাদের জন্য বড় ধরনের স্বস্তি এসেছিল, সে সময় এক লাফে ৯১ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। সেই তুলনায় এবারের হ্রাস প্রায় নেই বললেই চলে।
কমেছে অটোগ্যাসের দামও
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা। গত মাসে অটোগ্যাসের দাম কমেছিল ৪ টাকা ১৮ পয়সা।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে প্রতি মাসের শুরুতে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বিইআরসি।
সংগৃহীত সংবাদ



