সাংবাদিক নির্যাতন মামলা : সাবেক কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন কারাগারে

মুহাম্মদ আহসান উল্যাহ : কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান নির্যাতন মামলার প্রধান আসামি ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটির তদন্ত শেষে গত ২৮ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করে। সেখানে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির নয়টি ধারায় অভিযোগ আনা হয়।
২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নেয় জেলা প্রশাসনের একটি বিশেষ দল। প্রথমে তাকে ধরলা ব্রিজ এলাকায় নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পর অর্ধ বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা রাখার মিথ্যা অভিযোগ দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন।



