Uncategorizedঅপরাধসুনামগঞ্জস্বাস্থ্য

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স: ‘শ্রেষ্ঠ’, কিন্তু সেবার মানে প্রশ্ন

রোগীর দীর্ঘ অপেক্ষা, ভুল ওষুধ, অপ্রয়োজনীয় রেফার এবং শৌচাগারের নাজুক অবস্থা জনমনে অসন্তোষ সৃষ্টি করছে।

মো: আরিফুর রহমান মানিক: সিলেট বিভাগের শীর্ষ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে সম্প্রতি স্বীকৃতি পাওয়া ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের শৌচাগারের অবস্থা শোচনীয়, রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, চিকিৎসায় গাফিলতি এবং ভুল ওষুধ প্রদানের মতো ঘটনাও ঘটছে। এছাড়া, অপ্রয়োজনীয়ভাবে রোগীদের সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশে ১৯তম ও সিলেট বিভাগে দ্বিতীয় অবস্থানে ছিল। বর্তমানে এটি দেশের ৪৯০টি উপজেলা হাসপাতালের মধ্যে ১১তম এবং বিভাগীয়ভাবে প্রথম। কিন্তু এই স্বীকৃতির সঙ্গে বাস্তব সেবার মানের কোনো মিল নেই বলে স্থানীয়রা মনে করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, “ছাতকবাসীর জন্য এটি একটি গর্বের বিষয়। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, “রোগীর সংখ্যা ও ডেলিভারির পরিমাণসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে হাসপাতালকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। সীমিত জনবল নিয়েও ডাক্তাররা (দিনরাত) সেবা দিয়ে যাচ্ছেন।”

এতকিছুর পরেও, হাসপাতালের সেবার মান নিয়ে জনমনে অসন্তোষ, ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু ছাতক হাসপাতালের নয়, বরং দেশের সামগ্রিক সরকারি স্বাস্থ্যসেবার মান মূল্যায়নের পদ্ধতি নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button