বগুড়ায় পাম্প কর্মকর্তা হত্যায় সহকর্মী আটক, সিসিটিভি ফুটেজে নৃশংসতার চিত্র
তেল চুরির অপবাদের জেরে ক্ষুব্ধ সহকর্মী রতন হাতুড়ি দিয়ে ক্যাশিয়ারকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে নিহতের মোবাইল ফোন ও টাকাসহ আটক করেছে ডিবি পুলিশ।
ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের একটি পেট্রল পাম্পের ক্যাশিয়ারকে নৃশংসভাবে হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র, যেখানে দেখা যায় সহকর্মী রাকিবুল ইসলাম রতন মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে হাতুড়ি দিয়ে মাথায় ১৩ বার আঘাত করে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যা করছে। ঘটনার পর পালিয়ে যাওয়া রতনকে (২৬) ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত ‘শতাব্দী ফিলিং স্টেশন’-এর অফিসকক্ষে এই পাশবিক হত্যাকাণ্ড ঘটে। সকালে পাম্পের অন্য কর্মচারীরা অফিসকক্ষে ইকবালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, যা দেখে তদন্তকারী কর্মকর্তারাও শিউরে ওঠেন। ফুটেজে দেখা যায়:
- ক্যাশিয়ার ইকবাল হাসান যখন অফিসকক্ষে কাজ করছিলেন, তখন রতন একটি হাতুড়ি নিয়ে তার পেছনে দাঁড়ায়।
- কিছু বুঝে ওঠার আগেই সে ইকবালের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে।
- মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে ১৩টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পর রতন সেখান থেকে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে বগুড়া ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, অভিযুক্ত রতন বগুড়া থেকে পালিয়ে গাজীপুরে আত্মগোপন করেছে।
বগুড়া ডিবির ওসি ইকবাল হাসান জানান, রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে রতনকে সফলভাবে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নিহত ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন এবং লুট করা নগদ ৩৬,৫০০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, পাম্পে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। নিহত ইকবাল এই চুরির জন্য তাকে সন্দেহ ও দায়ী করতেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এই অপমানের ক্ষোভ থেকেই সে ইকবালকে হত্যার পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে শনিবার রাতে তাকে হত্যা করে।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে, ঘাতক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃত রতনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।



