
মোঃ জাহাঙ্গীর আলম: কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে রবিবার রাতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন—কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। তারা গত পাঁচ বছর ধরে কালিয়াজুড়ি এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রবিবার মা-মেয়ে ছাড়া বাসায় আর কেউ ছিলেন না। রাত আনুমানিক ১১টার দিকে নিহতের দুই ছেলে ফয়সাল ও আল-আমীন ঢাকা থেকে ফিরে এসে মা ও বোনের মরদেহ দেখতে পান।



