অপরাধআইন, ও বিচার

জুলাই হত্যা মামলায় সাংবাদিক মোজাহিদকে আসামি করার অভিযোগ

অপরাধ বিচিত্রা ডেস্ক: গাজীপুরের বাসন থানায় ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার গাজীপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভিলা দত্তপাড়া এলাকার মো. সোহেল মিয়া বাদী হয়ে মামলাটি (মামলা নং ৩৪১) দায়ের করেন।

সোমবার বিকেলে সাংবাদিক মোজাহিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় মামলার বিষয়ে জানান। তিনি বলেন, “জুলাই-আগস্টে ছাত্ররা যখন জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছিল এবং টেলিভিশন চ্যানেলগুলোতে সত্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল, তখন আমিও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। সেই সময় আমি একাধিকবার হামলার শিকারও হয়েছিলাম। আজ আমার নামেই জুলাই হত্যা মামলা দেওয়া হয়েছে।”

মোজাহিদ আরও বলেন, “শুধু আমার নামে নয়, বাংলাদেশের প্রতিটি থানায় নিরীহ মানুষের নামে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমন বহু মানুষের নামেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি, তদন্তে দোষী প্রমাণিত হলে আমার দ্রুত বিচার হোক।”

সাংবাদিক সমাজের প্রতিবাদ ও নিন্দা:

এই ঘটনার পর গাজীপুরের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং সাংবাদিক মোজাহিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

  • গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, “সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বারবার টার্গেট করা হচ্ছে। মোজাহিদের মতো নিষ্ঠাবান সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি কৌশল। এর আগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি মনে করি, মোজাহিদের মতো সাংবাদিকরা জেল-জুলুমের ঝুঁকি নিয়েই দুর্নীতির সংবাদ জাতির সামনে তুলে ধরেন। জাতির স্বার্থে এই ন্যক্কারজনক মামলা প্রত্যাহার করা প্রয়োজন।”
  • ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এম এ মতিন বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ সত্যনিষ্ঠ সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোজাহিদের নামে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”
  • গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর প্রতিনিধি ফজলুল হক মোড়ল বলেন, “বারবার সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মোজাহিদ সাংবাদিকতায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। আমরা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
  • মোজাহিদের সহকর্মীরা জানান, মোজাহিদ নির্দোষ এবং সত্য প্রকাশে কখনো পিছপা হননি। এর আগেও তিনটি মামলায় তাকে ২১৯ দিন কারাবরণ করতে হয়েছে। জুলাই আন্দোলনের সময় আহত অবস্থাতেও তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন। তাদের মতে, এই মামলাটি একটি সাজানো ষড়যন্ত্র।

আইনজীবী ও পুলিশের বক্তব্য:

  • এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের বলেন, “সাংবাদিক মোজাহিদকে আমরা গণ-অভ্যুত্থানের পক্ষের মানুষ ও পেশাদার সাংবাদিক হিসেবেই জানি। কোনো মামলায় ফাঁসিয়ে হয়রানি করার সুযোগ নেই। ইনশাআল্লাহ, তিনি সুবিচার পাবেন।”
  • শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বাসন থানায় একটি জুলাই হত্যা মামলা হয়েছে। মামলাটির সঠিক তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button