অপরাধএক্সক্লুসিভঢাকা

গাঁজা ও ইয়াবা মহাসম্রাট মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হোক।

অপরাধ বিচিত্রা ডেস্ক: মোঃ বিল্লাল হোসেন, পিতা: আবু তাহের, (মুখলেছুর রহমানের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া) পশ্চিম টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা। মোবাইল নং ০১৬৪৮ ০৬৯৩৬১। সে একজন গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী। সে উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছে (তার সঙ্গী রাজু আহমেদ- পিতা হযরত আলী, আমির হোসেন- পিতা আব্দুল খালেক, মেহেদি আহমেদ-পিতা ফরিদ উদ্দিন)। লোকমুখে শোনা যায় সে নাকি ডেমরার একজন তালিকাভুক্ত গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী। বিশেষ করে পশ্চিম টেংরার ক্যানাল পাড় হতে রসূলনগর মসজিদ রোডের অলিগলিতে গাঁজা ও ইয়াবা সরবরাহ করে থাকে। তার অনেক সহযোগীও আছে। বিভিন্ন এলাকার গাঁজা ও ইয়াবা সেবনকারীগণ তার নিকট সন্ধ্যার পর থেকে ভীড় জমাতে থাকে এবং সারারাত ধরে সে গাঁজা ও ইয়াবা বিক্রি করে থাকে। সে দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে লোক সরবরাহ করেছে। সে আওয়ামী লীগ আমলে লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় ত্রাস কায়েম করেছে। ২০২৪ সালের এর শুরুতে সে নিজের বোল পাল্টাতে থাকে এবং জুলাইয়ের পট পরিবর্তনে সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর ৬৮ নং ওয়ার্ডের যুবদলের সক্রিয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করে এবং সাধারণ মানুষের কাছে প্রচার করতে থাকে। প্রকৃতপক্ষে সে যুবদল করে কিনা তাও জানার অবকাশ রাখে। সে কারণে অকারণে অনেক লোকজনকে মারধর করেছে। কোনো পরিবারে স্বামী-স্ত্রী ঝগড়া হলে সে আগ বাড়িয়ে মাতব্বরি করে স্বামীকে ধরে এনে মারধর করে এবং টাকা আদায় করে। পশ্চিম টেংরা নিবাসী আজিজুল হক নামের এক ভাড়াটিয়ার স্ত্রী শরীফা বেগমকে জোর করে ধরে এনে তার ভাড়া বাসায় ৩ (তিন) দিন আটকে রাখে এবং তার স্বামীকে ধরে এনে মারধর করে টাকা দাবি করে। এলাকার ১৬ ফুট রাস্তার এক ওষুধ ব্যবসায়ীকে মারধর করে এবং দোকান উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দেয়। ১৬ ফুট রাস্তার অধিবাসী ছাত্রদল কর্মী মোঃ আবু বকরকে সন্ত্রাসী কায়দায় মেরে মাথা ফাটিয়ে দেয়। কারণে অকারণে মানুষকে মারতে উদ্যত হয়। বিভিন্ন এলাকার গাঁজা ও ইয়াবা সেবনকারীদের নিয়ে সে একটি সংবদ্ধ চক্র গড়ে তুলেছে। এলাকায় এমন কোনো দোকানদার নেই যে তার কাছে টাকা পাবেনা। দোকানদারদের কাছ থেকে জোর করে মালামাল বাকি এনে সে টাকা আর পরিশোধ করে না। কোনো দোকানদার তার কাছে পাওনা টাকা চাইলে সে তেড়ে আসে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করে। মোটকথা পশ্চিম টেংরায় সাধারণ মানুষের মাঝে তার জন্য অত্যান্ত ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। পশ্চিম টেংরা বসবাসকারী উঠতি বয়সী যুবক ছেলেদের গাঁজা ও ইয়াবা সেবনে উদ্ভুদ্ধ করছে। এলাকায় কেউ নতুন বাড়ি তৈরি করতে চাইলে তাদের নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়িওয়ালা ও শ্রমিকদের মারধর করে। পশ্চিম টেংরা, হাজীনগর, রসুল নগর এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। তাই তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে এলাকাবাসীকে শান্তিতে বসবাস করার পথ সুগম করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে জনগণ বিনীত অনুরোধ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button