
শাকিলা আক্তার, তুরাগ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর সেক্টরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন,ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসান মানুষের জমি দখল করেছেন, উত্তরা এলাকার শত শত দোকানপাট জোরপূর্বক দখল করে তার বাহিনী দিয়ে চাঁদাবাজি চালিয়েছেন। কিন্তু বিএনপির কোনো নেতা কখনো চাঁদাবাজি করে না, করার সুযোগও নেই।
যদি আমাদের দলে কেউ বিএনপির নাম ব্যবহার করে অন্যায় বা চাঁদাবাজি করতে চায়, তবে তাকে এমন উপযুক্ত শাস্তি দেওয়া হবে যা কল্পনারও বাইরে। তিনি আরও বলেন দীর্ঘ ১৭ বছর আমরা অনেক কষ্ট সহ্য করেছি। শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে সারা দেশের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, চাঁনমিয়া বেপারী, আহ্বায়ক সদস্য সাইদ হাসান সাগর, আলাউদ্দিন আলাল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সফিকুল ইসলাম,
তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ৫২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসহাক মিয়া, যুবদল নেতা মাসুদরানা সম্রাট,তুরাগ থানা বিএনপি নেতা আব্দুর রহমান বুলু, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, তুরাগ থানা মৎস্যজীবী দলের সভাপতি নাজির আহমেদ এবং মহিলা দলের সভাপতি পদপ্রার্থী তানিয়া আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে প্রায় ১,৫০০ প্যাকেট তবারক বিতরণ করা হয়। তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



