দেশবাংলাদেশরাজনীতি

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন কবিরহত্যার তিন আসামী নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করলেন

আনোয়ার হোসেন শাহীন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ছাত্রদল নেতা হুমায়ুন কবির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন হত্যার আসামি হিসেবে অভিযুক্ত মোঃ মাসুদ রানা, মেহেদী হাসান টুটুল ও মজিবুর রহমান বুধবার (১০ সেপ্টেম্বর) গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে মো: মাসুদ রানা বলেন, গত ১৩/২০২৫ইং জুলাই সোনাকান্দি গ্রামের তারা মিয়ার চায়ের দোকানে ছাত্রনেতা হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পল্লী চিকিৎসক এ.বি. সিদ্দিক ও তার চাচাতো ভাই মিজানুর রহমান খোকনের নেতৃত্বে হামলাকারীরা হুমায়ুনের পিতা আব্দুল কাইয়ুমকে উসকানি দিয়ে তাদের বাড়িঘরে লুটপাট চালায়। এ সময় গরু-ছাগল, হাঁস-মুরগি ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় এবং মহিলাদের শ্লীলতাহানি ঘটায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তিনি তার সার ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান পাছার বাজারে অবস্থান করছিলেন। মামলার ৫নং আসামী মেহেদী হাসান টুটুল ছিলেন তার শ্বশুরবাড়ি ৪নং মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে এবং ৮নং আসামী মজিবুর রহমান ছিলেন পাছার বাজারের তার নিজস্ব চায়ের দোকানে। এ সংক্রান্ত স্বাক্ষীও রয়েছে বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলার আসামী হয়ে তারা তিন পরিবার আজ নিঃস্ব। লুটপাট ও অগ্নিসংযোগে তাদের সর্বস্ব নষ্ট হয়েছে। পরিবারের নারী সদস্যরাও শ্লীলতাহানির শিকার হয়েছেন। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলেন, “হুমায়ুন হত্যার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং নির্দোষ ব্যক্তিদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।”

তারা গৌরীপুর সার্কেল ও থানার দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button