আঙুল ফুলে কলাগাছ ‘চিনি মোসলেম’: কৃষক থেকে শত কোটি টাকার মালিক, অভিযোগের পাহাড়

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার এক সাধারণ কৃষক পরিবার থেকে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া এক ব্যক্তির নাম মোসলেম উদ্দিন, যিনি মূলত ‘চিনি মোসলেম’ নামে পরিচিত। খাতুনগঞ্জের ব্রোকার থেকে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ এস আলমের চিনির ব্যবসার অন্যতম মূল হোতা হিসেবে তার উত্থান রীতিমতো বিস্ময়কর। অভিযোগ রয়েছে, এই হঠাৎ উত্থানের পেছনে রয়েছে নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড।
মোসলেমের বাবা ও তার ভাই সাধারণ কৃষক হিসেবে পরিচিত। মোসলেম নিজেও একসময় কৃষিকাজ করতেন। কিন্তু ভাগ্যের সন্ধানে তিনি চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জে এসে ব্রোকার হিসেবে কাজ শুরু করেন। মূলত গত সরকারের সময় এস আলমের মাসুদের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে, আর এই ঘনিষ্ঠতা তার জীবনে এক নাটকীয় মোড় এনে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি আঙুল ফুলে কলাগাছ হয়ে যান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দেশের চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পেছনে তিনি মূল ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। অভিযোগ আছে, বর্তমানেও মোসলেম এস আলমের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন। এর পাশাপাশি তিনি নিজেও অবৈধভাবে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। বিভিন্ন স্থানে এস আলমের পক্ষ থেকে জমি কেনার সুযোগ নিয়ে তিনি নিজেও বহু জমি ও বাড়ির মালিক হয়েছেন। তার ছেলে বর্তমানে কানাডায় বিলাসবহুল জীবনযাপন করছেন।
মোসলেমের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহের চেষ্টা করায় তিনি একজন সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এতে বোঝা যায়, তিনি তার অবৈধ সম্পদের বিষয়ে কতটা স্পর্শকাতর এবং এই বিষয়ে কোনো ধরনের তদন্ত বা সংবাদ প্রকাশে তিনি কতটা ক্ষুব্ধ হতে পারেন। এই ঘটনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে আরও জোরালো করেছে।



