ইসলাম ধর্মজাতীয়সংগঠন

৩ দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

মিলি সিকদার: ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা, পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ১৩ সেপ্টেম্বর গণসমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদমুক্তির এক বছর পেরিয়ে গেলেও যে দাবিতে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে, তা আজও বাস্তবায়ন হয়নি। জাতিকে সচেতন করার লক্ষ্যে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ।”

দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে (Proportional Representation) হতে হবে।
  • রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয়নি, তাই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।
  • জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা করা হয়েছে, সে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তরিকুল ইসলাম আরও বলেন, এই সকল দাবি বাস্তবায়নের পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এসব দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোর্শেদ, ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজী, ভোলা দক্ষিণের সভাপতি মুফতি নুরুদ্দিন, সেক্রেটারি আব্বাস উদ্দিন। এছাড়াও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবাইদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন এবং গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক ইউসুফ আদনান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button