ঢাকারাজনীতিসংগঠন

রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল বিলম্বের প্রতিবাদে মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, “ডাকসুর মতো জাকসুতেও আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু প্রশাসনের টালবাহানা এবং ছাত্রদলের বহিরাগতদের মিছিল প্রমাণ করছে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।”

তিনি অভিযোগ করেন, বিএনপিপন্থী কিছু শিক্ষক বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। তিনি তাদের ধিক্কার জানিয়ে বলেন, “৮ হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক মতামত উপেক্ষা করে, তাহলে তারা মেনে নেবে না।”

পাশ্ববর্তী রাষ্ট্রকে উদ্দেশ্য করে সিবগাতুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করুন। ডাকসুতে ছাত্রশিবিরের বিজয় আসলে শিক্ষার্থীদের বিজয়।” তিনি দ্রুত জাকসু নির্বাচনের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা থেকে মুক্ত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button