Uncategorized

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

রিপোর্টার জামান আশুলিয়া থানা: গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ আগামী সোমবার, ১৫ সেপ্টেম্বর, শুরু হবে।

রোববার, ১৪ সেপ্টেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট ট্রাইব্যুনাল ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওইদিন বিচারকাজ শুরুর প্রথমেই আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের করা আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে আদালতে উপস্থিত আট আসামিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পড়ে শোনানো হয়।

ঘটনার প্রেক্ষাপট:
গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ প্রাণ হারান। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই নৃশংস ঘটনার সময় তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। পেট্রোল ঢেলে সেই জীবিত ব্যক্তিসহ সবাইকে পুড়িয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button