অপরাধএক্সক্লুসিভদুর্নীতিবাংলাদেশরাজনীতি

সোনারগাঁওয়ে বিএনপি নেতার অবৈধ চুন কারখানা উচ্ছেদ

মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি চুন কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি কারখানার মালিক স্থানীয় বিএনপি নেতা আব্দুর রউফ বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ও প্রতাপ নগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে এসব কারখানা পরিচালনা করা হচ্ছিল। অভিযানে এক্সক্যাভেটরের (ভেকু) সাহায্যে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানার ভেতরের জ্বলন্ত চুল্লির আগুন নেভানো হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাই তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।

তিতাসের গজারিয়া জোনের ব্যবস্থাপক, প্রকৌশলী সুরজিৎ কুমার সাহা বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও পেট্রোবাংলার বিশেষ ভিজিলেন্স টিমের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শুধু সোনারগাঁও নয়, আমাদের টিম পাশের গজারিয়া উপজেলায় পূর্বে উচ্ছেদ হওয়া সাতটি চুন কারখানাও পরিদর্শন করেছে, যেগুলো বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।”

অভিযানে সোনারগাঁ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button