অপরাধএক্সক্লুসিভসাতক্ষীরা

সাতক্ষীরায় কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

অবসরপ্রাপ্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) শেখ আব্দুল অমিক কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন। সাতক্ষীরার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অসীম কুমার মণ্ডল।

মামলার বিবরণে জানা যায়, শেখ আব্দুল অমিক ২৩ বছর ধরে দেশের বিভিন্ন কারাগারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার পর ২০১১ সালের ২৯ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে কারা অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম নিয়ে মন্তব্য করলেও সংস্থার ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট ছিলেন।

বাদীর অভিযোগ, ২০২৫ সালের ২৯ এপ্রিল কারা মহাপরিদর্শক একটি স্মারকের (নম্বর: ৫৮.০৪.০০০০.০২৮.০৫.০০১.২৫-২৭৯) মাধ্যমে তাকে দেশের সব কারাগারে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই চিঠিটি দেশের সব কারাগারে পাঠানো হয়, যা তার সামাজিক মর্যাদায় মারাত্মকভাবে আঘাত হেনেছে বলে তিনি মনে করেন।

আদালতে তিনি উল্লেখ করেন, একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণ বেআইনি ও অসম্মানজনক। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি প্রথমে প্রতিবাদপত্র এবং পরে লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো সমাধান না পাওয়ায় অবশেষে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম. আক্তারুল কবির বলেন, “আমার মক্কেল একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাকে বেআইনিভাবে অবাঞ্ছিত ঘোষণা করে চরমভাবে অপমানিত করা হয়েছে।”

মামলাটি গত ১৪ আগস্ট দায়ের করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর কোর্ট ফি জমা দেওয়া হলে আদালত বিবাদীপক্ষকে সমন জারির নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (জিপি) অসীম কুমার মণ্ডল জানান, মামলাটি বর্তমানে বিচারাধীন। কারা মহাপরিদর্শকের আদেশের যৌক্তিকতা আদালতে তুলে ধরা হবে।

এই বিষয়ে কারা মহাপরিদর্শকের বক্তব্য জানতে তার দাপ্তরিক নম্বরে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী (পিএ) জানান, “স্যার দপ্তরের বাইরে আছেন। আমি তাকে বিষয়টি অবহিত করব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button