অপরাধআইন, ও বিচারবাংলাদেশরংপুর

শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত বদলাতে চাওয়া সেই এসপি বহাল তবিয়তে

বাদশাহ ওসমানী, রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ছাত্র ও জুলাই ৩৬ আন্দোলনের মুখ্য কারিগর শহীদ জাতীয় বীর আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলানোর চেষ্টা করেছিলেন আবু বক্কর সিদ্দিক। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন এসবি শাখার এসপি।

জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা নির্যাতন কারী হিসেবে এবং আবুবকর সিদ্দিক এর বিতর্কিত ভূমিকা ও আবু সাঈদের রিপোর্ট নিয়ে ডাক্তারকে ভয় ভীতি দেখানোর কারণে তাকে গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতা রংপুর টাউন হল মাঠে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বদলি করে রংপুর রেঞ্জে এডিশনাল ডিআইজি হিসেবে সংযুক্ত করেন। আবু বক্কর সিদ্দিক বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ অফিসে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত। সেখানে দিব্যি তিনি নিজের কর্মযজ্ঞ
পরিচালনা করছেন বলে তারা জানান।

আবু সাঈদকে উদ্ধারকারী অয়ন এবং সুমনসহ সহপাঠীরা জানান, প্রকাশ্যে পুলিশ আবু সাঈদকে গুলি করেছে সেটা সবাই আমরা দেখেছি। ওই সময়ের এসবির পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জোর করে রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলামকে পোস্টমর্টেম রিপোর্টটি ভিন্নখাতে নেওয়ার জন্য ভয়-ভীতি দেখিয়েছিল।

ইতিমধ্যে সেই ডাক্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পোস্টমর্টেম রিপোর্টের বর্ণনা দিয়েছেন আমরা এ কারণে সাধুবাদ জানাই। আমরা চাই আবু বক্কর সিদ্দিকসহ আবু সাঈদ হত্যাকাণ্ডে ইন্ধনদাতা সহায়তাকারী এবং পোস্টমর্টেম রিপোর্ট বদানোর চেষ্টা করে ভয়-ভীতি দেখিয়েছেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। সূত্র; ‘দৈনিক আমার দেশ’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button