অন্যান্যঅপরাধআইন ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

পলাতক আসামি দেশীয় অস্ত্রসস্ত্রসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

এম এ মান্নান : ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা হতে  ০৩টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াছিনসহ ০৬ জনকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭,

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোর ফেনী জেলার সীমান্তর্বতী ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা হতে একটি পিকআপ যোগে কিছু গরু চুরি করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ০৭৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ পার্টি প্যালেন কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে রনি  রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ী’কে থামানের সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী ১। জামান হোমেন মানিক (৫০), পিতা-মৃত আব্দুল হালিম,সাং-গাংরা, ২। মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা-মৃত আব্দুল রাজ্জাক, সাং-দক্ষিন লাটিমা, ৩। মোঃ ইয়াসিন (৪৬), পিতা-মৃত তরু মিয়া, সাং-সাচকি, সর্ব থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৪। আব্দুল কাদের (৩৭), পিতা-মৃত ইলিয়াস, সাং-চরচান্দিয়া, ৫। মোঃ হারুন (৩৫), পিতা-মৃত ইলিয়াস, সাং-চর খেয়াজ, উভয় থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ৬।মোঃ সুলতান আহম্মদ (২৬), পিতা-মৃত হাছান উল্লাহ, সাং-শ্রীপুর, থানা-ফুলগাজী, জেলা ফেনী’দের দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা পিকআপ (সিঙ্গেল কেবিন, গাড়ীর রেজি নং-ঢাকা মেট্রোঃ ন-১৯-৬২১৮) গাড়ীতে থাকা ০৪টি গরু উদ্ধার এবং চুরির কাজে পরিবহনে ব্যবহৃত  পিকআপ গাড়ীটি জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সাথে জড়িত এবং উদ্ধারকৃত গরু ০৪(চার) টি তারা ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী থানা এলাকা হতে চুরি করেছে। উদ্ধারকৃত ০৪ (চার) টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ছাগলনাইয়া পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button