অপরাধএক্সক্লুসিভবাংলাদেশ

কুখ্যাত বাপ্পি হাজারীর সন্ধান দিন, তার অবস্থানের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন, নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসুন

আরিফুজ্জামান হেলাল: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রতিরোধকালে একজন আন্দোলনকারীকে হত্যার অভিযোগে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি বাপ্পি হাজারী। (মামলা নং: ২১, তারিখ: ০৮/০১/২০২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।

পূর্ববর্তী সরকারের আমলে বাপ্পি হাজারী নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। অভিযোগ রয়েছে, সে সময়ে সে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির ও টেন্ডারবাজি করত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার চলাচল ছিল সেখানকার কর্মীদের মতোই অবাধ।

বাপ্পি হাজারী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে জ্যোতির ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। হাসিনা সরকারের পুরো সময়জুড়ে সে যথেষ্ট দাপটের সঙ্গে চলাফেরা করেছে এবং বহু অবৈধ সম্পদের মালিক হয়েছে, যার মধ্যে কয়েকটি বাড়িও রয়েছে।

সরকার পরিবর্তনের পর বাপ্পি হাজারীকে ধরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী তার কুকীর্তি তুলে ধরে পোস্টার সাঁটিয়েছিল। এ বিষয়ে ডিবি প্রধান এবং ডিসি ডিবি (তেজগাঁও বিভাগ)-কে অবগত করা হয়েছে।

কথিত আছে, বাপ্পি হাজারীকে যেন গ্রেপ্তার করা না হয়, সেজন্য তার স্ত্রী পলি প্রতি মাসে ভাটারা থানার ওসিকে এক লাখ টাকা করে পৌঁছে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button