দেশবাংলাদেশ

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু

ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে

অপরাধ বিচিত্রা ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে এই বিশেষ ট্রেনগুলো চলবে, যা পূজার ছুটিতে ভ্রমণকারীদের জন্য স্বস্তি নিয়ে আসবে।

ট্রেনের সময়সূচি ও রুট

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে এক জোড়া ট্রেন চালানো হবে।

  • ৩০ সেপ্টেম্বর: চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছাড়বে দুপুর ২টা ৪৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। একই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
  • ১ ও ৩ অক্টোবর: এই দুই দিন সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একইভাবে, এই দুই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারের পথে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
  • ৪ অক্টোবর: এদিন সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে শেষবারের মতো ছাড়বে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম স্পেশাল’ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১০টায় এবং গন্তব্যে পৌঁছাবে পরদিন ভোর সাড়ে ৪টায়।

আসন সংখ্যা ও ভাড়ার বিবরণ

প্রতিটি স্পেশাল ট্রেনে ১৮টি করে বগি থাকবে, যেখানে দিনের বেলায় ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি আসন সংরক্ষিত থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত চলাচলকারী সুবর্ণ, সোনার বাংলা এবং কক্সবাজার এক্সপ্রেসের ভাড়ার কাঠামোই এই বিশেষ ট্রেনের জন্য প্রযোজ্য হবে। তবে, উৎসব উপলক্ষে অতিরিক্ত চাহিদার কারণে যাত্রীদের এসি সিটের জন্য ৩০ শতাংশ এবং নন-এসি সিটের জন্য ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।

কর্তৃপক্ষের বক্তব্য

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, “পূজার ছুটিতে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এই অতিরিক্ত চাহিদা পূরণ এবং যাত্রীদের একটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই আমরা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এর মাধ্যমে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button