ময়মনসিংহে দাপুনিয়ায় কথা কাটাকাটির জেরে হামলা, ছুরিকাহত ১

মোঃ রাসেল ফকির: ময়মনসিংহ মহানগরীর দাপুনিয়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন এক শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দাপুনিয়া কাওয়লটি চরপাড়া নিবাসী দেলোয়ার হোসেন (৩৮)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে দেলোয়ার হোসেন কর্মস্থল মদীনা ব্রিকস নামক একটি ইটখোলায় কাজ করছিলেন। এসময় কথাকাটাকাটির জের ধরে বহিরাগত সন্ত্রাসী দাপুনিয়ার সুহিলা এলাকার বাসিন্দা আশিক (পিতা নজরুল ইসলাম) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি দেলোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রথমে তারা দেলোয়ারকে ঘিরে ধরে চড়-থাপ্পর মারে এবং হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করে। শুধু তাই নয়, নির্মমভাবে ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরে হামলাকারীরা নিজ বাড়িতে গিয়ে ধারালো চাকু নিয়ে আসে এবং পুনরায় দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার পেটে চাকু দিয়ে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
দেলোয়ার হোসেন স্থানীয়ভাবে পরিচিত একজন পরিশ্রমী শ্রমিক। তার এই নির্মম হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। দেলোয়ার হোসেন ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আহত দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিনি বিনা কারণে হামলার শিকার হয়েছেন। আশিক ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।



