দেশবাংলাদেশরাজনীতি

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা আনবে: মহসিন রশিদ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঘোষিত নির্বাচন যথাসময়ে সম্পন্ন করার পথে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা অপরিহার্য।

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুসলিম লীগের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখা এই সভার আয়োজন করে।

অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে সংশয় ও সন্দেহ বাড়ছে। পিআর পদ্ধতির নির্বাচন এবং জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির মতো বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য ও দূরত্ব সৃষ্টির সুযোগে পতিত ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হচ্ছে কি না, তা গুরুত্বের সাথে ভাবতে হবে।”

দলের মহানগর শাখার সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী আবুল খায়ের।

সভায় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু এবং কক্সবাজার সদর আসনে কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়সাল চৌধুরীকে দলীয় প্রতীক ‘হারিকেন’-এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, উত্তর জেলা শাখার সভাপতি লায়ন সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গোলাম ফারুক, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী, মুসলিম লীগের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এসএম সিরাজ-উ-দ্দৌলাহ্, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আনিসুর রহমান আমান, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল এবং মাস্টার কুতুব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএম আবু তালেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহেনা বেগম পান্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button