নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মো. কামরুল হোসেন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই সাফল্যে জেলা পুলিশ পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে।
এই পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার জনাব কামরুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল পেশাগত ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, জনাব কামরুল হোসেন তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তার পদোন্নতিতে সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।



