অপরাধআইন ও বিচারআইন, ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামপ্রশাসনবাংলাদেশ

সাতকানিয়ায় পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন (৩৫)। তিনি উপজেলার ছদাহা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। ২০২০ সালের একটি মাদক মামলায় আদালত তাকে এই সাজা প্রদান করেন।

অপরদিকে, চুরির মামলায় তিন বছর দুই মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হাকিম ওরফে লোকমানকেও গ্রেপ্তার করা হয়। তিনি ধর্মপুর (চাঁদের পাড়া) এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে। ২০১১ সালের একটি মামলায় আদালত তাকে এই দণ্ডাদেশ দেন।

এছাড়াও অভিযানে সিএমপি কোতোয়ালী থানার দুটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. নাছির উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছদাহা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button