Uncategorizedদেশবাংলাদেশরাজনীতিরাজনীতি

মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য ও প্রতিহিংসামূলক’: জামায়াতের তীব্র প্রতিবাদ, প্রমাণ দাবি

অপরাধ বিচিত্রা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাম্প্রতিক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’ বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন বণ্টন নিয়ে জামায়াত বিএনপিকে চাপ দিচ্ছে—মির্জা ফখরুলের এমন দাবির স্বপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ নামক একটি দৈনিকে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তিনি দাবি করেন, ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের বক্তব্য বিশ্বাস করতেও কষ্ট হয়, যার সাথে সত্য ও রাজনৈতিক শিষ্টাচারের কোনো মিল নেই।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে দ্ব্যর্থহীন কণ্ঠে প্রশ্ন তুলে বলেন, “এই বক্তব্য যদি তার হয়ে থাকে—তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী তার নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত একটি স্বতন্ত্র সংগঠন। কারো কাছে আসন চেয়ে বেড়ানোর রাজনীতির সাথে জামায়াতের দূরতম কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে বলা হয়, “যদি তিনি (মির্জা ফখরুল) তার বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন, আমরা আশা করব তিনি সত্যকে স্বীকার করে জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন।”

জামায়াতের মর্যাদা নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলার বিষয়টি ‘জনগণের আদালতের’ ওপর ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দলটির সকল কার্যক্রম দেশ ও জনগণের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের চূড়ান্ত লক্ষ্য।

ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিটি শেষ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button