ঢাকা বিভাগ

গাজীপুরে কোর্ট প্রতারণার মামলায় ইব্রাহীম জেলে

মো: আতিকুর রহমান সরদার: তত্ত্বাবধায়ক সরকার, সেনাপ্রধান, মহাপু-লিশ পরিদর্শক, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, সিআইডি/ডিবি, পুলিশ, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর পুলিশ সুপার, কালিয়াকৈর থানা আফিসার ইনচার্জ প্রতারক মো: ইব্রাহীম এর কাছে থেকে আইনগত ব্যবস্থা করে টাকা উদ্ধার করার জন্য অনুরোধ করছি। সি.আর মামলা নং-/২০২৪। মো: আমজাদ হোসেন পিতা-অকিল উদ্দিন (৬০), সাং-হোল্ডিং নং-৬০৪, তলিপাড়া, পো: চান্দনা, থানা-বাসন, গাজীপুর-১৭০২, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। জাতীয় পরিচয়পত্র নং-৫৯৫৯২৬৬৬৯২, মোবা: ০১৭১৬-০৬৬৯৬০। ১। মোঃ ইব্রাহিম হোসাইন (৪১) পিতা-জামাল উদ্দিন ২। তাসলিমা (৩২) স্বামী-মোঃ ইব্রাহিম হোসাইন উভয় সাং-নয়নপুর, দ: বাড়ইপাড়া, পো: রাজেন্দ্রপুর ক্যান্ট, থানা-সদর, জেলা-গাজীপুর। স্বাক্ষীদের নাম ও ঠিকানা: ১। বাদী নিজে, ২। শাহজাহান, পিতা-হাবিবুর রহমান, সাং-পূর্ব ডগরী, পো: মির্জাপুর বাজার-১৭০৩, থানা-সদর, জেলা-গাজীপুর ৩। আইয়ুবুর রহমান, পিতা-মৃত আমির উদ্দিন, সাং-উত্তর খামের, পো: খামের-১৭৩০, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর ৪। মো: মিজান, পিতা-মৃত হাফিজ উদ্দিন, ৫। মো: ফরহাদ হোসেন, পিতা-মোঃ আমজাদ হোসেন, উভয় সাং-তেলিপাড়া, থানা-সদর, জেলা-গাজীপুর সহ স্বাক্ষী আরো আছে, প্রয়োজনে পরে নাম দেওয়া যাইবে। ঘটনার দিন, তারিখ, সময় ও স্থান :-১ম ঘটনার তারিখ: বিগত ১২/০২/২০২৪ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায়। ঘটনার স্থান: ৫/৭, কোর্ট হাউজ স্ট্রিট, জজকোর্ট, ঢাকা-১০০০। ২য় ঘটনা/সর্বশেষ ঘটনার দিন, তারিখ, সময় ও স্থান: বিগত ১৭/০৭/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার সময় সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় আসামীদ্বয়ের বসত বাড়ী। ধারা: ৪০৬/৪২০/৩২৩/৫০৬ (১) দঃ বিঃ। বাদী পক্ষের বিনীত নিবেদন এই যে, যেহেতু বাদী অত্যন্ত সহজ সরল, শান্তিপ্রিয়, আইন মান্যকারী, বয়স্ক লোক। পক্ষান্তরে আসামীগন অত্যন্ত চতুর, প্রতারক, আইন অমান্যকারী, বিশ্বাস ভঙ্গকারী এবং খারাপ প্রভৃতির লোক বটে।

যেহেতু অত্র মামলার বাদী ও আসামীগনের দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে নিজেদের মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য একমত হয় এবং একটি রিয়েল এস্টেট এবং হাউজিং ব্যবসা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরই ধারাবাহিকতায় ১ম ঘটনার দিন, তারিখ ও সময়ে অর্থাৎ বিগত সোমবার বাদী এবং ১২/০২/২০২৪ ইং তারিখ রোজ আসামীদ্বয়ের সম্মতিক্রমে বাদীকে চেয়ারম্যান ১নং আসামীকে ব্যাবস্থাপনা পরিচালক এবং ২নং আসামীকে সহ-সভাপতি করিয়া কোম্পানী আইনের বিধান মতে আই.এন্ড.এ বিল্ডার্স লিমিটেড নামের সংঘ স্মারক ও সংঘ বিধি তৈরী করে বিজ্ঞ নোটারী পাবলিক সমগ্র বাংলাদেশ ঢাকা এর মাধ্যমে সত্যায়িত করা হয়। যাহার রেজিষ্টার অফিসের ঠিকানা: ১০৪ (৪র্থ তলা), গ্লোব চেম্বার, মতিঝিল, ঢাকা-১০০০ এবং ঐ একই দিন বাদী, আসামী এবং ২ ও ৩ নং সাক্ষীগন একত্রে ১০০/- টাকা করিয়া ৯টি নন জুডিসিয়াল স্ট্যাম্পে জমি বিক্রয়ের স্বীকার, অঙ্গীকার, শেয়ার মোতাবেক একটি চুক্তিনামা দলিল বিজ্ঞ নোটারী পাবলিক সমগ্র বাংলাদেশ ঢাকা এর মাধ্যমে তৈরী করেন এবং পক্ষদ্বয় স্বাক্ষর করেন। যেহেতু ইহা একটি রিয়েল এস্টেট এবং হাউজিং কোম্পানি এবং উক্ত সংঘবিধির ১নং বিধিতে জমি ক্রয় বিক্রয়, বাড়ী নির্মাণ ও বিক্রয় এপার্টম্যান্ট, মার্কেট কমপ্লেক্স, বানিজ্যিক ভবন, সড়ক সেতু নির্মাণ,

ফ্লাইওভার ও নকসা ইত্যাদি প্রস্তুতির মত পরামর্শ পরিসেবা প্রদানের কাজ করার বিধান রয়েছে। সেমতে গুলশান-২, ঢাকায় ৬ কাঠা জমি এস আলম চট্টগ্রামে যাতায়াতের বিমান গ্রুপ এর নিকট বিক্রির জন্য ভাড়া ও অন্যান্য খরচ বাবদ পর্যায়ক্রমে বিগত ১০/০৩/২০২৪ থেকে ২৮/০৩/২৪ ইং পর্যন্ত নগদ ৪৭,০০০/-টাকা, বাদীর বাড়ীতে গ্যাসের ১০টি চুলা মঞ্জুরীর জন্য বিগত ০৪/০৪/২৪ ইং তারিখে নগদ ৪৫,০০০/- টাকা, আই এ্যান্ড এ বিল্ডার্স লিমিটেড কোম্পানীর ব্যাংক একাউন্ট খোলার জন্য বিগত ১৭/০৪/২০২৪ ইং তারিখে নগদ ৫, ৫০, ০০০/- টাকা সর্বমোট ৬, ৪২, ০০০/- (ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা বাদী ১ নং আসামীর হাতে উপস্থিত সাক্ষীদের সামনে প্রদান করেন এবং আসামীদ্বয় হাউজিং জমি ক্রয়ের জন্য অনুসন্ধান করে মৌজা ০৬ নং ডগরী ইউনিয়ন মির্জাপুর, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ৫০০ বিঘা জমি সন্ধান পায়। উক্ত জমি ক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন মালিকের সঙ্গে বায়নানামা করার জন্য বিগত ০৫/০৫/২০২৪ ইং তারিখে কোম্পানির ব্যাংক একাউন্টে জমা রাখার জন্য ১নং আসামীকে নগদ ৬.০০. ০০০/- (ছয় লক্ষ) টাকা প্রদান করিলে সে টাকা গুনিয়া ২নং আসামীর কাছে দেন হইতে নিকট বাদীর অর্থাৎ আসামীদ্বয় সর্বমোট ১২, ৪২, ৪২, ০০০/- (বার লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা নেয় বটে।

যেহেতু ব্যবসায়িক চুক্তি অনুসারে বাদী আসামীদ্বকে পরবর্তীতে কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আসামীদ্বয় কোন সদ উত্তর দিতে পারেনি এবং বাদীর মনে সন্দেহের সৃষ্টি হলে খোজ খবর নিয়ে জানতে পারে আসামী কোন ব্যাংক একাউন্ট খুলেনি এবং উক্ত মামলার ১ ও ২নং আসামীদ্বয় স্বামী ও স্ত্রী এবং একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিধায় সহজ সরল মানুষকে সনাক্ত করে তাদের সাথে চটকমারী কথা বলে তাদের মনে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করাই তাদের নেশা ও পেশা। সেহেতু অত্র মামলার বাদী সহজ সরল হওয়ায় তার সরলতার সুযোগ নিয়ে অত্যন্ত চাতুরতার সহিত সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে প্রতারণাপূর্ণ ভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়। আসামীদ্বয়ের সাথে বাদী যোগাযোগ করিতে চাইলেও পরবর্তীতে আসামীদ্বয়

যোগাযোগ বন্ধ করে দিয়ে বিশ্বাস ভঙ্গ করে। যেহেতু ২য় ঘটনার দিন, তারিখ ও সময় অর্থাৎ বিগত ১৭/০৭/২০২৪ ইং.তারিখ রোজ মঙ্গলবার সময় আনুমানিক সকাল ১০:০০ ঘটিকার সময় বাদী উল্লেখিত সাক্ষীগনকে সাথে নিয়া আসামীদ্বয়ের বাড়ীতে গিয়ে আসামীদ্বযের নিকট বাদীর সমুদয় টাকা ফেরত চাহিলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং বলতে থাকে ‘তোর কোন টাকা পয়সা আমি নেইনি এবং কোন টাকা তোকে ফেরত দিবনা”।

এই বলে কথাকাটাকাটির একপর্যাযয়ে বাদীকে এলোপাথারী কিল ঘুষি লাথি এবং লাঠি দিয়ে আঘাত করে থেকে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে তাড়াইয়া দেয় এবং বলে যে, ভবিষ্যতে উক্ত বিষয় নিয়া কোন কথা বলিলে বা বাড়াবাড়ি করিলে বা এই বিষয় নিয়ে কোন মামলা করিলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলব। পরে সাক্ষীগনের সহযোগিতায় বাদী শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরের বহির্বিভাগে চিকিৎসা করান।

যাহার রেজি: নং ৪৭৫৭/৩১ তারিখ:১৭/০৭/২০২৪ইং।পরবর্তীতে বাদী আপোষ মিমাংসায় ব্যার্থ হইয়া বিজ্ঞ আদালতে অত্র মামলা করিতে বাধ্য হইলেন। বাদীর স্বীয় জবানবন্দী ও সাক্ষী দ্বারা অত্র মামলার ঘটনা প্রমাণ করিতে সক্ষম হইবে। অতএব উপরোক্ত কারনে উপরোক্ত ধারায় অপরাধ আমলে নিয়া আসামীর বিরুদ্ধ গ্রেফতারী  পরোয়ানা দআদেশ দিয়া গ্রেফতার করাইয়া আনিয়া, জেল হাজতে আটক রাখিয়া সাক্ষ্য প্রমানাদী গ্রহণ করত: সুবিচার করিতে মর্জি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button