কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলায় এমপি প্রার্থীর বিরুদ্ধে আইনি নোটিশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলাকে ‘জঙ্গল’ আখ্যা দিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি নাছির উদ্দিন খাঁনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কালীগঞ্জের সচেতন নাগরিকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লা গত ২৩ সেপ্টেম্বর ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি নাছির উদ্দিন খাঁন বলেন, “এই পূবাইলের চারটি ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সঙ্গে থাকতে চায় না। এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য দুঃসাধ্য, যেখানকার আচার-আচরণের সাথে আমাদের অমিল আছে…।”
নির্বাচনী আসন পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানাতে গিয়ে তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও বাণিজ্যিকভাবে বিকাশমান একটি উপজেলাকে ‘জঙ্গল’ বলে উপহাস করায় কালীগঞ্জের নাগরিক সমাজ গভীরভাবে মর্মাহত হয়েছে বলে নোটিশে বলা হয়। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্যকে চরম অবমাননাকর ও মানহানিকর হিসেবে দেখা হচ্ছে। এই মন্তব্যের জেরে স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে, যা ক্রমশ প্রতিবাদ ও আন্দোলনের দিকে মোড় নিচ্ছে।
আরও অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের মুখেও তিনি নিঃশর্ত ক্ষমা না চেয়ে, বরং ‘নগর’, ‘শহর’ ও ‘গঞ্জ’ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করেছেন।
এই কারণে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুফতি নাছির উদ্দিন খাঁনকে কোনো প্রকার শর্ত ছাড়াই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



