উৎসবদেশবাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এই সভার আয়োজন করেন।

থানা ওসির কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর এবং সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য উপস্থিত ছিলেন।

সভায় ওসি মো. আলাউদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলায় এ বছর ৪২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নাশকতাকারীরা পূজাকে কেন্দ্র করে অতীতের কোনো ঘটনাকে বিকৃতভাবে সম্পাদনা করে স্পর্শকাতর ইস্যু হিসেবে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। কোনো অশুভ চক্র যেন আমাদের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”

তিনি আরও জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম সম্প্রতি একটি জুম মিটিংয়ের মাধ্যমে ১৩টি জেলার ৯৮টি থানার কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

ওসি বলেন, “আমরা ইতোমধ্যে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছি এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আশা করি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সঠিক চিত্র তুলে ধরবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button