লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম ,কুমিল্লা প্রতিনিধি : লালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০ টায় লালমাই উপজেলা পরিষদের মাঠে লালমাই উপজেলা জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনেোো ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পবিত্র কুরআন, ত্রিপিটক,গীডা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়। উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ তাজুল ইসলাম ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস কাঞ্চন, ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলার সকল দপ্তরের প্রধান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ।
উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৭ সেপ্টেম্বর২০২৫ তারিখ পর্যন্ত ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদরাসা ও কারিগরি) ২১টি দলের অংশগ্রহণে ২২ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।



