খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকারমুক্ত, আটক ৭
জনভোগান্তি অবসানে পুলিশের কঠোর পদক্ষেপকে এলাকাবাসীর সাধুবাদ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবশেষে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুটওভার ব্রিজে অভিযান চালিয়ে ৭ জন হকারকে আটক করা হয়েছে। একইসাথে ব্রিজের ওপর বসানো অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, বারবার সতর্ক করা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজটি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল, যা পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুলিশের এই পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে। অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ফুটপাত ও ফুটওভার ব্রিজকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে এলাকাবাসী ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করার জন্য জোরালো দাবি উত্থাপন করেন। তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান এবং খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে করা সেই দাবির পরিপ্রেক্ষিতেই পুলিশ কার্যকরী ব্যবস্থা গ্রহণ শুরু করে, যার ফলশ্রুতি এই উচ্ছেদ অভিযান।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, “আমরা প্রতিদিনই ফুটপাত দখলমুক্ত রাখতে চেষ্টা করেছি, কিন্তু হকাররা আইন অমান্য করে বারবার দোকান বসাচ্ছিল। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাতকে দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ অব্যাহত থাকবে। জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমরা এ কর্তব্য পালন করে যাবো।”



