দেশবাংলাদেশমিডিয়ারাজনীতিরাজনীতি

পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ: কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জাকির হোসেন সুজন: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচারসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেল ৩টায় কিশোরগঞ্জ বাজারের গরুহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় জামায়াত নেতারা।

উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি তার বক্তব্যে বলেন, “পিআর পদ্ধতি ছাড়া এদেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। জুলাই গণহত্যার বিচার এবং সকল ফ্যাসিবাদী দোষীদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। একই সঙ্গে, জুলাই আন্দোলনের দোসর ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।”

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আক্তার হোসেন বাদল, সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন আমির মাওলানা শিব্বির আহমেদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মনজুরুল ইসলাম রতন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। তারা বলেন, “প্রধান উপদেষ্টা যদি এই ন্যায্য দাবিগুলো অগ্রাহ্য করেন, তবে বৃহত্তর আন্দোলনের সূচনা করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button