সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) সাতকানিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ সাইফুদ্দিন মাহমুদ সোহেল (৪০) বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার ১৬নং সাতকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গ্রামের মৃত সামশুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা (মামলা নং-২২, তাং- ২৮/০৮/২০২৪) রয়েছে।
অপর এক অভিযানে মোহাম্মদ মোমিন (২৩) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের আলতাফ মিয়ার ছেলে। মোমিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মারামারির মামলা (মামলা নং-১৭(৮)২৩) রয়েছে। এছাড়াও, বান্দরবান সদর থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় (জিআর নং-৪০৯/২২) তিনি পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
একই অভিযানে মোর্শেদুল আলম (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, মোর্শেদুল বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় (এফআইআর নং-৩/৭৭, তাং- ১১/০৮/২০২০) সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সাতকানিয়া থানা পুলিশ।



