আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মায়ের জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
অনলাইন ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মায়ের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত এই জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।
সকাল ১০টায় অনুষ্ঠিত এই জানাজায় স্থানীয় শত শত মানুষ ছাড়াও রাজনীতিবিদ, আলেম-ওলামা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির মুফতি আব্দুল হান্নান।
জানাজা শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার শোকার্ত পরিবেশেও উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মরহুমা মায়ের আত্মার মাগফিরাত কামনার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



