সোনারগাঁওয়ে গৃহবধূকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোভা আক্তার নামের ওই নারীকে তার স্বামী রায়হান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে গুরুতর অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
জানা যায়, প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালেও রায়হানের বেকারত্ব ও কর্মবিমুখতার কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। নিহত শোভার মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, মেয়ের সংসারে শান্তি ফেরাতে তিনি নিজের কানের দুল, আংটি এমনকি মোবাইল ফোন পর্যন্ত বিক্রি করে টাকা দিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছিল।
ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শোভা তার বাবার বাড়িতে চলে আসেন। অভিযোগ, এর কিছুক্ষণ পরেই রায়হান সেখানে উপস্থিত হয়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে এই হত্যাকাণ্ড ঘটায় বলে দাবি করছে শোভার পরিবার।
মেয়ের নিথর দেহের পাশে শোকার্ত মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তিনি বিলাপ করতে করতে বলেন, “আমি ওর নামে মামলা করব। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, আমি ওর ফাঁসি চাই।”
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। একটি প্রেমের সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



