জাতীয়দেশবাংলাদেশমতামতরাজনীতি

এনপিপির মনোনয়ন প্রত্যাশী অপুর গণসংযোগ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ আলফাডাঙ্গার রেড ‘চিলি’ রেস্টুরেন্টেরেস্টুরেন্টে তিনি আলফাডাঙ্গা উপজেলা ও পৌর এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) নেতৃবৃন্দের সঙ্গে এক পরিচয় ও কুশল বিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি আলফাডাঙ্গায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি মতবিনিময় সভারও আয়োজন করেন।

তরুণ এই রাজনীতিবিদের পরিচিতি রয়েছে দেশব্যাপী। তিনি ২০২৪ সালের আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্র সৈনিক ছিলেন।

অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন প্রাক্তন শিক্ষার্থী। বিগত ডাকসু নির্বাচনের তিন মেয়াদ পূর্বে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি প্রতিপক্ষের কাছে মাত্র ২৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

কর্মজীবনে হাসিবুর রহমান অপু একজন টেক্সটাইল কেমিক্যালস ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের (ভিপি নুর) ঘনিষ্ঠ বন্ধু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button