ধামরাইয়ে ভিপি জমি ভোগদখলকারী কে বেদখল দিতে সন্ত্রাসী বাহিনীরআক্রমন : শেল্টারে নাজির মঞ্জু
আমির হামজা: ধামরাইয়ে অর্পিত (ভিপি) জমি জবরদখলের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী বাহিনী ভোগদখলকারী কৃষকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধামরাই সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মঞ্জু আহাম্মেদের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ধামরাই উপজেলার সানোড়া এলাকায় ১৫৩/৭৯ ভিপি কেসভুক্ত ৩০ শতাংশ নাল জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন কৃষক হোসেন আলী। শুক্রবার বিকেলে আবু সাইদ নামের এক ব্যক্তি সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই জমিতে খুঁটি গেড়ে জবরদখলের চেষ্টা চালায়। এ সময় কৃষক হোসেন আলী বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধরের চেষ্টা করে। পরে এলাকাবাসীর প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন ভূমি অফিসের নাজির ও সার্টিফিকেট পেশকার মো. মঞ্জু আহাম্মেদ। তার আশ্রয়-প্রশ্রয়েই সন্ত্রাসীরা জমি দখলের দুঃসাহস দেখিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নাজির মঞ্জু আহাম্মেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধামরাই ভূমি অফিসে নানা দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। কিন্তু ভূমি প্রশাসন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় তার অপকর্ম বেড়েই চলেছে বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহাম্মেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।



