
শাকিলা শারমিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। ঢাকা-১৮ আসনের সম্ভাব্য এই সংসদ সদস্য পদপ্রার্থী শনিবার বিকেলে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে রাজধানীর নিকুঞ্জ ১ ও ২ নম্বর এলাকায় এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, “যারা বর্তমান সরকারের আমলে মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।” তিনি আরও বলেন, “আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, প্রাণ দিয়েছেন। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকের জীবন দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের এই আত্মত্যাগ যথাযথ স্বীকৃতি পাবে।”
এস এম জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, “দেশের মানুষ ভেবেছিল অল্প সময়ের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি গোষ্ঠী জানে যে জনগণের মাঝে তাদের কোনো অবস্থান নেই। বর্তমানে তারা যেসব অন্যায্য সুবিধা ভোগ করছে, নির্বাচিত সরকার এলে তা আর করতে পারবে না। মূলত একারণেই তারা নির্বাচন চায় না।”
গণসংযোগ কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, জহির উদ্দিন বাবু, মশিউর রহমান মশি, খোরশেদ আলম খুশু এবং শওকত উল ইসলাম সৈকতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণসংযোগটি একটি জনসমাবেশে রূপ নেয়। নেতাকর্মীরা এস এম জাহাঙ্গীরকে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হিসেবে দেখার দাবি জানিয়ে স্লোগান দেন।
এ সময় উপস্থিত এলাকাবাসীর কয়েকজন জানান, এস এম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তাদের सुख-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। একারণে তারা তাকেই এ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।



