দুর্নীতিদেশবাংলাদেশমিডিয়াসংগঠন

দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা, সোনারগাঁও ইউএনও’র বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উন্নয়নমূলক কাজে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র দ্বারা তীব্র বাধার শিকার হয়েছেন একদল স্থানীয় সাংবাদিক। এ সময় ইউএনও সাংবাদিকদের কোনো তথ্য প্রদান করা হবে না বলে সাফ জানিয়ে দেন এবং অডিটোরিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।

জানা যায়, সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সৌন্দর্য বর্ধনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠায় স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য সেখানে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করেন।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, ইউএনও ফারজানা রহমান তাদের উদ্দেশে দম্ভোক্তি করে বলেন, “আমি কোনো তথ্য দেব না, আর তথ্য সংগ্রহ করতে অডিটোরিয়ামে প্রবেশ করতেও দেওয়া হবে না, কাকে বলবেন বলেন।”

উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার এমন আচরণে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

সোনারগাঁওয়ের সাংবাদিক মহল ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ এবং তথ্য অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button