
নিজস্ব প্রতিবেদক: আমাদের পাহাড়ে থেকে আমাদের সেনাবাহিনীর উপর হাত তুলবে, ওরা কি আইনের ঊর্ধ্বে? ওদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাহাড়ের প্রতি ইঞ্চি মাটিতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হোক। পাহাড়ে কোনো অপশক্তির খেলা আর চলতে দেওয়া যাবে না।
দুদিন পরপর একেকটা ঘটনা ঘটিয়ে বিচার চাইবে, আবার সেনাবাহিনীকেও থাকতে দেবে না, এটা হতে পারে না! কথিত শান্তি চুক্তির নামে সরিয়ে আনা সেনাবাহিনী আবারও মোতায়েন করা হোক। পাহাড়ে বাঙালি বসতি পুনর্বাসনের জন্য জিয়াউর রহমানের নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক।
যাদের সেনাবাহিনী ভালো লাগে না, তারা ভারতে কিংবা মিয়ানমারে চলে যাও। আদিবাসী বলে কিছু নেই, সবাই বাংলাদেশি।
এ ব্যাপারে যুব সমাজ জেগে ওঠো। পাহাড়ি সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করো। আমাদের পাহাড়-অরণ্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনী ও বিজিবিকে সহযোগিতা করুন। আর বসে থাকার সময় নেই।



