ঢাকা বিভাগদেশবাংলাদেশরাজনীতিরাজনীতি

রূপগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর থানা শাখার আমির মাহফুজুল ইসলাম ও আবদুল মজিদসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির নারায়ণগঞ্জ জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তারাইল পূজামণ্ডপের খোঁজখবর নিয়ে ফেরার পথে এ হামলার শিকার হন। স্থানীয় বিএনপি কর্মী বাদশা মিয়া ও আবদুস সালামের নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

জেলা জামায়াতের নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, একই দিনে হামলাকারীরা জামায়াত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এছাড়াও, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লার ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশে এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের আক্রমণ দেশের আইন, মানবাধিকার ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।”

জামায়াতের নেতারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যেখানে সকলের কাছ থেকে গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত আচরণ প্রত্যাশিত, সেখানে সাংগঠনিক কাজে বাধা প্রদান, শারীরিক লাঞ্ছনা ও অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর উচিত তাদের কর্মীদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত রাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button